ভবন গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির ১৭তম চেসমেট আন্তঃ স্কুল দলগত রাপিড রেটিং সেরা

ভবন গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দির অপরাজিত থেকে ১৬ পয়েন্ট করে ১৭তম চেসমেট - আন্তঃ স্কুল দলগত রাপিড রেটিং ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছেন। এই নিয়ে পরপর দ্বিতীয় বছর এই টূর্ণামেন্টে প্রথম স্থান বজায় রেখেছেন। এইবারে তাঁরা দ্বিতীয় স্থান অধিকারী, সাউথ পয়েন্ট হাই স্কুল 'ক' ১৫ পয়েন্ট, এক পয়েন্ট এগিয়ে শেষ করেন। সাউথ পয়েন্ট হাই স্কুল 'খ' ও দিল্লী পাবলিক স্কুল রুবি পার্ক দুটি দলের প্রত্যেকেই 13 পয়েন্ট করে। তাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে টাই-ব্রেক অনুযায়ী। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় এই নিয়ে পর পর দ্বিতীয় বছর। তাঁরা ১১ পয়েন্ট করেন। ছবি: সাউথ পয়েন্ট হাই স্কুল