কৌস্তুভ কুন্ডু ষষ্ঠ DD-DBCA রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন

IM কৌস্তুভ কুন্ডু, প্রদীপ কুমার র এ, FM মাত্তা বিনয় কুমার, অর্পণ দাস, IM শুভায়ন কুন্ডু এবং FM আদিত্য বরুণ গাম্পা এই ছয়জনের প্রত্যেকেই ৭.৫ পয়েন্ট করেছেন ষষ্ঠ DD-DBCA রেটিং ওপেন ২০২৫। শীর্ষ বাছাই কৌস্তুভ চ্যাম্পিয়ন হয়েছেন তাঁর টাই-ব্রেক স্কোর ভালো হওয়ার দরুন। বাকি পাঁচজন দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকার করেন যথাক্রমে। কৌস্তুভ এই টুর্নামেন্ট পর পর তৃতীয় বার জিতে, হাট-ট্রিক করলেন। মোট পুরস্কার মূল্য ছিল ₹৫০০০০০, আগের সংস্করণের চেয়ে ২৫% মূল্য বৃদ্ধি মানে ₹১০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৭৫০০০ ও ট্রফি, ₹৬০০০০ এবং ₹৪৫০০০ যথাক্রমে। ধানুকা ধুনসেরি দিব্যেন্দু বড়ুয়া দাবা একাডেমী এই ছয়দিনব্যাপী নয় রাউন্ড রেটিং টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ওই একাডেমি, কলকাতা, পশ্চিমবঙ্গ ২৬শে থেকে ৩১শে মার্চ ২০২৫। ইহা কৌস্তুভের বছরের প্রথম টুর্নামেন্ট বিজয়প্রাপ্তি। ছবি: সাহিদ আহমেদ